সৌরভ ভট্টাচার্য
23 January 2016
চাঁদ কোনোদিন প্রতিশ্রুতি দেয়নি আমায় জানো
তবু এসেছে নিয়ম করে
পক্ষকালের বেশি অপেক্ষা করায় নি আমায়
তবু এসেছে নিয়ম করে
পক্ষকালের বেশি অপেক্ষা করায় নি আমায়
জানতাম তুমিও আসবে
প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টিরা
থাকে নিজেরা নিজেদের কাছে দায়বদ্ধ
যেমন শত অবহেলাতেও জুঁই হারায় না গন্ধ
প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টিরা
থাকে নিজেরা নিজেদের কাছে দায়বদ্ধ
যেমন শত অবহেলাতেও জুঁই হারায় না গন্ধ
চাঁদ ফিরে গেছে
তুমিও যেও
সময়ের খাপে পায়ের চলাফেরা
হৃদয় অবাধ্য। অসীমকে বুকের ভিতরে রাখতে চায় -
স্পর্ধা!!
তুমিও যেও
সময়ের খাপে পায়ের চলাফেরা
হৃদয় অবাধ্য। অসীমকে বুকের ভিতরে রাখতে চায় -
স্পর্ধা!!
তুমি যেও
আমি ফিরে এসে খুঁজে নেব
তোমার পায়ের সাথে আসা ধূলোদের আলাদা করে
যেমন বিগত জ্যোৎস্নাকে পাই
শিশির সিক্ত জুঁইয়ের ঘ্রাণে আলাদা করে, ভোরে
আমি ফিরে এসে খুঁজে নেব
তোমার পায়ের সাথে আসা ধূলোদের আলাদা করে
যেমন বিগত জ্যোৎস্নাকে পাই
শিশির সিক্ত জুঁইয়ের ঘ্রাণে আলাদা করে, ভোরে
তোমাকেও পাব
একগলা জলে দাঁড়িয়েও থাকব বন্যার অপেক্ষায়
কাউকে না ভাসিয়ে ভেসে যাব সেখানে
যেখানে তুমি শরীর ছেড়ে অসীমের উপবনে
মৃত্যুর বুকে পা রেখে আমার অপেক্ষায় -
একগলা জলে দাঁড়িয়েও থাকব বন্যার অপেক্ষায়
কাউকে না ভাসিয়ে ভেসে যাব সেখানে
যেখানে তুমি শরীর ছেড়ে অসীমের উপবনে
মৃত্যুর বুকে পা রেখে আমার অপেক্ষায় -
স্পর্ধা!!