Skip to main content

সমুদ্রের গভীর কথা সমুদ্র আড়াল রাখে
     তীরে খেলে শুধু চঞ্চলা ঢেউ
চোখের নীরবতা ঢাকা প্রগলভতায়
        নাবিক তো কখনো কেউ কেউ