Skip to main content


তুমি ওরকম জামা পোরো না
আমার ধর্ষণ করতে ইচ্ছা করে


তুমি ওই ভাবে কথা বোলো না
আমার পুরুষত্ব জেগে ওঠে


তুমি ওই ভাবে হেঁটো না
আমার খাঁচার পশু জেগে ওঠে


তুমি রাতের বেলায় একা বেরাও কেন?
জানো না তখন আমার হিশি পাওয়ার মত প্রেম পায়?

 
তুমি একা যেও না কোথাও
পদে পদে মনে রেখো তুমি কে!
তুমি মেয়েমানুষ, আমার ভোগ্যা
যে লক্ষণরেখা টেনেছি, তাতেই থাকো
জানোই তো তোমায় আমি কি ভীষণ চাই
চাইতে চাইতে ধর্ষণ পায়
বুঝবে কি করে, তুমি কি পুরুষ?

Category