Skip to main content

সময় ফুরিয়ে গেল

001.jpg

সে এক বালতি মন খারাপ ছাদে শুকাতে দিয়েছিল। হয় তো শুকিয়েই যেত। কিন্তু সেদিন মেঘের পরে মেঘ জমানো মন খারাপ কে মেলে গেল আকাশের এ মাথা, ও মাথা।

দু পক্ষের কথা হল বৃষ্টিতে, জোলো হাওয়ায়। ছাদের থেকে উড়ে এ ছুঁতে চাইল তাকে, আকাশে। বৃষ্টি হয়ে সে ছুঁতে চাইল একে, তারে মেলা, ছাদে।

কথা ফুরালো না। সময় ফুরিয়ে গেল। মেঘ মিলিয়ে যেতে যেতে বলল, আবার হবে দেখা। ছাদের থেকে সে বলল, মনে রেখে দিলাম সবটুকু, আজকের তৃপ্তি আনা ব্যথা।

(ছবি - Smitraj De Sarkar)