সৌরভ ভট্টাচার্য
18 March 2019
সময় বলেছে আর্দ্র হও
শিশির ভেজা মাঠের মত
শিশির ভেজা মাঠের মত
হয়েছি
সময় বলেছে শুষ্ক হও
মরুভূমির দুপুরের বাতাসের মত
মরুভূমির দুপুরের বাতাসের মত
হয়েছি
সময় বলেছে শক্ত হও
পাহাড়ের বুকে জড়ানো পাথরের মত
পাহাড়ের বুকে জড়ানো পাথরের মত
হয়েছি
সময় কখনও তোমার মত হাতের উপর হাত রেখে বলেছে
চলো
হেঁটেছি
সময় কখনও আমাকে আমার বিপরীতে দাঁড় করিয়ে বলেছে,
মেরে ফেলো
রক্তাক্ত হাত লুকিয়ে তাকিয়েছি
রক্তাক্ত পূর্ণচন্দ্রের দিকে
রক্তাক্ত পূর্ণচন্দ্রের দিকে
সময়ের কোনো আকার নেই
তবু সময় বলেছে এই তো আমি
তবু সময় বলেছে এই তো আমি
আমি দশদিকে মাথা ঘুরিয়ে,
বোঝা, না বোঝায় মিশে বলেছি -
তাই তো
বোঝা, না বোঝায় মিশে বলেছি -
তাই তো