Skip to main content
মাঝে মাঝে ভয় হয়
খুব ভয় হয়
সারা গা কেঁপে কেঁপে ওঠে ভয়ে

মনে হয় আমার সব অভিনয়গুলো ধরা পড়ল বুঝি এবার
সব চালাকির হাতে পড়ল হাতকড়ি
সবাই বুঝেই গেল অবশেষে -
 
   কতটা দুর্বল আমি
   কতটা অসহায় আমি
   কতটা সংকটে আমি

ভয়ে কেঁদে ফেলি
ঝড়ে জলে কম্পনমান বৃক্ষের মত নুইয়ে নুইয়ে পড়ি ধূলোর পরে

  স্নান করে যাই চোখের জলে

ভয় চলে যায়
সত্যিই তো দুর্বল আমি
দুর্বলতম ঘাসটির চেয়েও দুর্বল
     এসো মাড়িয়ে যাও, দলে যাও আমায়।
আমি দুর্বল। দুর্বলতম ঘাসটির চেয়েও।
আমায় মাড়িয়ে মাটির সাথে মিশিয়ে যাও
      আমি মাটির বুকে মিশি
   আমার সবটুকু দুর্বলতা মাটি করুক পান।
আমি মাটি হই।

তুমি ভয় পাচ্ছ?

আমার বুকে এসো
     আমি মাটি এখন


Category