সৌরভ ভট্টাচার্য
25 October 2017
সম্পর্ক অবিনশ্বর
মোড় ফিরিয়ে রূপ বদল
এখন তখন
তবু শূন্য হয়ে যেতে দেখিনি
হয়ও না
নিষ্পাপ অশ্রুকণা
কিশোরীর গাল গড়িয়ে নামছে
তার প্রেমের প্রথম কুঁড়ি মুড়িয়ে গেছে
- বিশ্বাসঘাতকতা
মেয়েটা বোঝে না
বিশ্বাসঘাতকতা হৃদয়ের মত প্রাচীন
আমন্ত্রণহীন সহাবস্থান তার
সম্পর্কের আরেক দিক
- আস্থাহীন ভালোবাসা
সম্পর্ক অবিনশ্বর
মোড় ফিরিয়ে কখন যে কোন খাতে
কে বলবে?