Skip to main content

সম্পর্ক অবিনশ্বর
   মোড় ফিরিয়ে রূপ বদল
           এখন তখন
তবু শূন্য হয়ে যেতে দেখিনি
             হয়ও না

নিষ্পাপ অশ্রুকণা
      কিশোরীর গাল গড়িয়ে নামছে
তার প্রেমের প্রথম কুঁড়ি মুড়িয়ে গেছে
          - বিশ্বাসঘাতকতা

মেয়েটা বোঝে না
   বিশ্বাসঘাতকতা হৃদয়ের মত প্রাচীন
           আমন্ত্রণহীন সহাবস্থান তার
               সম্পর্কের আরেক দিক
               - আস্থাহীন ভালোবাসা

সম্পর্ক অবিনশ্বর
     মোড় ফিরিয়ে কখন যে কোন খাতে
           কে বলবে?

Category