সৌরভ ভট্টাচার্য
9 June 2019
কোনো বাক্যে এত জোর নেই আর যে আলিগড় সরিয়ে উচ্চারণ হয়। চেষ্টা করলাম। হাজার একটা জামাইষষ্ঠী ইত্যাদি নিয়ে তিলকে তাল করা জোর করে বানানো নন-সেন্স ইস্যু পোস্টেও মন দিতে চেষ্টা করলাম। হল না।
রাজনীতি নয়, ধর্ম নয়, একটাই কথা মাথায় ঘুরে ঘুরে পাক খাচ্ছে - এত হিংসা, এত আক্রোশ, এত নিষ্ঠুরতা, এত বর্বরতা! মানসিক নানা রোগের দোহাই, আরো নানা তাত্ত্বিক বিশ্লেষণ বহুদিন হল পড়ে চলেছি, ব্যাখ্যা আছে, মতান্তর আছে। কিন্তু উপায় যেন নেই। যে অমানুষের কথা আসছে তাকে তার স্ত্রী জামিন দিয়েছে ছাড়িয়েছে শুনলাম কয়েক বছর আগে নিজের মেয়েকে ধর্ষণ করার জন্য জেল হতে। তবে?
কঠোর শাস্তি, দ্রুত বিচার এগুলো অবশ্য কাম্য। সামাজিক যে ব্যাধিটা এত গভীরে শিকড়বাকড় ছড়াচ্ছে তাকে নজরে রাখা কাম্য। একান্ত দরকার। উৎস কি? কারণ কি? গবেষণা দরকার। 'এরকম হয়েই আসছে', কিম্বা হাজার একটা থিয়োরিতে নিশ্চিন্তে বসে থাকলে চলছে কই?
কথা হচ্ছে একটা মানুষ একদিনে পরিণত বয়সে পৌঁছায় না। অপরাধী হয় না। তার আশেপাশে নিশ্চয় আঁতাত গঠনের রসদ থাকে। সেই রসদগুলো কি কি? পরোক্ষভাবে কোন কোন দিক, অবহেলা, অশিক্ষা না অতিশিক্ষা না ভুলশিক্ষা সেগুলোও দেখতে হবে তো। চারপাশটায় আরো নজরদারি দরকার। আরো আরো সচেতন নাগরিকের দরকার।
"how many times can a man turn his head
And pretend that he just doesn't see?"....