Skip to main content
সমীরণদা

জানতাম না তুমি -
   দৃষ্টির সাথে
     হাসির সাথে
       স্পর্শের সাথে
         যাদুকাঠি নিয়ে ফেরো

তুমি বললে -
    চোখ বন্ধ করেও যে চোখ পড়ে মনে
               সেই বিশ্বাসী মন

আমার বন্ধ চোখে তোমার চোখের সেই কথাই
           আলোকিত করে মনের কোণ

আমি ধন্য। সেই ক্ষণ ধন্য।
  যে মাটিতে হেঁটেছিলাম, সেই মাটি জানে
আমার প্রতিটি পদক্ষেপ ছিল তুলোর মত কোমল
  আলোর সাথে আলোর স্রোতে ছিলাম ভেসে

     তুমি অনন্য


(ছবির জন্য কৃতজ্ঞ রইলাম Suparna Chatterjee Ghoshalএর কাছে)

Category