এ নিস্তরঙ্গ, নিষ্প্রাণ সমুদ্রে
মাথা তুলে ভেসে আছি
চেতনার মত কিছু একটা নিয়ে
নাম-সংজ্ঞাতে বাঁধতে চাইছি না নিজেকে
আমার আশেপাশে আরো মাথা তোলা
ওই চেতনারই মত কিছু একটা নিয়ে
বিস্ময়ে তাকিয়ে দেখছি একে অপরকে
জড়পদার্থগুলোর মধ্যে নিয়ম খুঁজছি
ধারাবাহিকতা তৈরি করছি একের পরে আরেককে সাজিয়ে,
এগুলো খেলা
জড়ের সমুদ্রে ফেনা তৈরি খেলা
পায়ের নীচে আয়ুর চোরাবালি
একধাপ একধাপ করে প্রতিদিন ডুবছি
মাথাটা প্রাণপণ বাঁচিয়ে রাখার চেষ্টা করছি
এ নিস্তরঙ্গ জড়ের আধিপত্য ঘেরা পৃথিবীতে
নাম-সংজ্ঞাতে বাঁধতে চাইছি না কিছুকেই
পরিচয়, সম্পর্ক, কথা, নীতি, ইত্যাদিরা সব ডুবে যাবে
আমার সাথে সাথে চোরাবালিতে
যদি বলো, কি পেলাম তবে?
বলব,
নোনাজল, নোনাবায়ু আর নোনাবালি
তবু ভালো লেগেছিল,
এই মাথা তোলা
কিছুক্ষণের জন্যে হলেও,
সাক্ষী হওয়া
চেতনার মত কিছু একটা নিয়ে
জড়ের বুকে মধ্য আকাশে জেগে থাকা
কোনো নাম-সংজ্ঞায় নিজেকে না বেঁধে