sumanasya 25 July 2023 ঝাঁকড়া এক মাথা চুল নিয়ে কদমগাছটা সটান তাকিয়ে চাঁদটার দিকে একটা এরোপ্লেন গেল উড়ে বেরসিকের মত তাদের একদম মাঝখান দিয়ে ভ্রুক্ষেপই করল না দুজনে। দশ দিগন্ত জুড়ে তখন সুখের গন্ধমাখা, আটপৌরে কাপড় জলকাচ করে মেলা, বাতাসের ছোঁয়ায় শ্রাবণের সজল শান্তি। Category কবিতা Log in or register to post comments9 views