Skip to main content

ঝাঁকড়া এক মাথা চুল নিয়ে কদমগাছটা

  সটান তাকিয়ে চাঁদটার দিকে

একটা এরোপ্লেন গেল উড়ে

   বেরসিকের মত

   তাদের একদম মাঝখান দিয়ে

              ভ্রুক্ষেপই করল না দুজনে।

 

দশ দিগন্ত জুড়ে তখন

    সুখের গন্ধমাখা, আটপৌরে কাপড়

            জলকাচ করে মেলা,

                    বাতাসের ছোঁয়ায়

                         শ্রাবণের সজল শান্তি।

Category