সৌরভ ভট্টাচার্য
20 October 2016
তোমার সিঁথিতে যে লালদাগ
ওটা বেড়া না বাগানের সীমারেখা?
তবে আমার মাথায় নেই কেন?
কি বললে?
আমি বাগান নই তাই?
আমি কি তবে, লাঙল না হাল?
তুমি ক্ষেত, তাই?
তবে লালদাগটা কি?
কাকতাড়ুয়া না কাঁটা তারের বেড়া?
আমি তবে কি? ষাঁড় না হাতি?
আজগুবি কথা?
সত্যিই তো তাই
তবে ওটা কিসের দাগ বলো না?
গর্বের ?
তবে সে গর্ব আমার নেই কেন?
ও আমি পুরুষ বলে?
সেই আমার গর্ব? জন্ম থেকেই পাওয়া?
বেশ বেশ।
তুমি তবে আমাতেই পেলে পূর্ণ হওয়ার সাধ!
আমিও তো পেলাম, এসো না, আমিও পরি, না হয় দুজনেই পাই নিজেদের পেয়ে পূর্ণ হওয়ার সাধ!
ওটা বেড়া না বাগানের সীমারেখা?
তবে আমার মাথায় নেই কেন?
কি বললে?
আমি বাগান নই তাই?
আমি কি তবে, লাঙল না হাল?
তুমি ক্ষেত, তাই?
তবে লালদাগটা কি?
কাকতাড়ুয়া না কাঁটা তারের বেড়া?
আমি তবে কি? ষাঁড় না হাতি?
আজগুবি কথা?
সত্যিই তো তাই
তবে ওটা কিসের দাগ বলো না?
গর্বের ?
তবে সে গর্ব আমার নেই কেন?
ও আমি পুরুষ বলে?
সেই আমার গর্ব? জন্ম থেকেই পাওয়া?
বেশ বেশ।
তুমি তবে আমাতেই পেলে পূর্ণ হওয়ার সাধ!
আমিও তো পেলাম, এসো না, আমিও পরি, না হয় দুজনেই পাই নিজেদের পেয়ে পূর্ণ হওয়ার সাধ!
ও দাগ তোমার লজ্জা
তোমার নিজেকে ঠকানোর কৌশল
কি বললে - প্রসাধন? ঐতিহ্য? সংস্কার?
তোমার নিজেকে ঠকানোর কৌশল
কি বললে - প্রসাধন? ঐতিহ্য? সংস্কার?
এতবড় কঠিন দায়টা নিলে কেন গো?
মহত্বের বানানো মোহ
সব শেষে বোকা বানিয়েই যাবে
আর তুমি বোকা হতেই থাকবে, হতেই থাকবে
দোহাই দিয়ে দুচোখ ঢেকে
প্রমাণ দিতে দিতে...
মহত্বের বানানো মোহ
সব শেষে বোকা বানিয়েই যাবে
আর তুমি বোকা হতেই থাকবে, হতেই থাকবে
দোহাই দিয়ে দুচোখ ঢেকে
প্রমাণ দিতে দিতে...