Skip to main content
কথাগুলো মিলিয়ে গেছে
     কাঁটার মত বিঁধে আছে
          অনুচ্চারিত শব্দেরা

ভালোবাসার চক্রবুহ্যে একা
     নিরস্ত্র করে রেখেছে
          শিখণ্ডী করুণা