Skip to main content

তৃষ্ণার্ত, সমুদ্রতীরে ডাবের জল
              সেই রবীন্দ্রনাথ

প্রেমার্ত, হরমোনের ভুলভুলাইয়ায় দিশা
              সেই রবীন্দ্রনাথ

লোভার্ত, একদিকে খাদ, অপরদিকে পাহাড়
               সেই রবীন্দ্রনাথ

ভয়ার্ত, সাহস চাই না, অভয়দীপ শিখা
               সেই রবীন্দ্রনাথ

অকালবোধন। সময় অসময়ে রোজই পঁচিশে বৈশাখ
    হে নূতন দেখা দিক আরবার

              সেই রবীন্দ্রনাথ

Category