সৌরভ ভট্টাচার্য
11 August 2019
মৃত্যুর কাছে আমার কোনো কৈফিয়ৎ নেই
না তো মৃত্যুর আমার কাছে
না তো মৃত্যুর আমার কাছে
লক্ষকোটি মাইল দূর থেকে আসা আলো
গাছের পাতায় যার আলিঙ্গনে মেশে
তাকে বিজ্ঞান নাম দিয়েছে ক্লোরোফিল
গাছের পাতায় যার আলিঙ্গনে মেশে
তাকে বিজ্ঞান নাম দিয়েছে ক্লোরোফিল
আমি তার কাছে এসে নত হই
বাতাসের বুকে ভেসে চলা জীবন
আমার রক্তপ্রবাহে মিশে যে হয়ে উঠছে আমি
তাকে বিজ্ঞান নাম দিয়েছে হিমোগ্লোবিন
আমার রক্তপ্রবাহে মিশে যে হয়ে উঠছে আমি
তাকে বিজ্ঞান নাম দিয়েছে হিমোগ্লোবিন
আমি তার কাছে এসে নত হই
সেই নত হওয়ার আনন্দকে
আমি ডেকেছি
ভালোবাসা
আমি ডেকেছি
ভালোবাসা
তুমি বাজারি খাঁচা নিয়ে ঘোরো কেন?
খাঁচা কি কখনও
হতে পারে
হিমোগ্লোবিন
কি ক্লোরোফিল?
হতে পারে
হিমোগ্লোবিন
কি ক্লোরোফিল?