Skip to main content

 


----
বুদ্ধি নিজে না বুঝেও বোঝাতে পারে
          সে তো নাক উঁচু তাই দাম্ভিক
অনুভব নিজে বুঝেও কি বোঝাতে পারে?
          সে কবে হল ভাই তার্কিক?!


----
খুঁজে দেখো, কি খোঁজার আছে
    হিসাব রাখো শিকেয় তুলে
ঢাক ঢোল তো অনেক বাজল
       এবার চুপ করে বসো সাগরকূলে


-----
মন্দ ভালো কি জানি ভাই
  আশার মধ্যে এই কথাটাই
কালকের কথা আজ ভুলে যাই
     বুকের ঘটে বেজে চলে তাই -
   নাই রে নাই রে কিছু জমা নাই

(ছবিঃ সুমন)

Category