সৌরভ ভট্টাচার্য
29 January 2020
সরস্বতী আসিয়া ধরাধামে
ভক্তের আমন্ত্রণে
চারিপাশে চাহি
কহেন বিষাদে
ভক্তের আমন্ত্রণে
চারিপাশে চাহি
কহেন বিষাদে
একে একে গ্রন্থাগারদ্বার হইছে রুদ্ধ
মৃত্তিকায় রচিয়া মোরে
চাহিছিস জ্ঞান?
ওরে মূঢ়, কেমনে হইবে তাহা!
শোন, ওরে শোন, যে পন্থায় হয়
চিত্তদ্বার উন্মোচন
মস্তিষ্কদীপে হয়
শিখা প্রজ্বলন
মৃত্তিকায় রচিয়া মোরে
চাহিছিস জ্ঞান?
ওরে মূঢ়, কেমনে হইবে তাহা!
শোন, ওরে শোন, যে পন্থায় হয়
চিত্তদ্বার উন্মোচন
মস্তিষ্কদীপে হয়
শিখা প্রজ্বলন
গ্রন্থাগার রবে স্বমহিমায়
অনবরুদ্ধ দ্বারে
শত শত শতাব্দীর
পুঞ্জীভূত জ্ঞানরাশি
তাহার অন্তরে
হইবে অমর, চিরনবীন
রাজার রক্তচক্ষু
উপেক্ষি
বলিবে নগরজনে
"জাগো, জাগো পুরবাসী
ঘুমায়ো না আর
জ্ঞানালোকে ধৌতচক্ষু
সবল নির্মল চিত্ত
জাগুক আরবার
এ বিশ্বে আনুক নতুন প্রভাত"
অনবরুদ্ধ দ্বারে
শত শত শতাব্দীর
পুঞ্জীভূত জ্ঞানরাশি
তাহার অন্তরে
হইবে অমর, চিরনবীন
রাজার রক্তচক্ষু
উপেক্ষি
বলিবে নগরজনে
"জাগো, জাগো পুরবাসী
ঘুমায়ো না আর
জ্ঞানালোকে ধৌতচক্ষু
সবল নির্মল চিত্ত
জাগুক আরবার
এ বিশ্বে আনুক নতুন প্রভাত"
দেবী কহেন,
সেদিন ডাকিস মোরে
প্রসন্ন চিত্তে দিব সাড়া
আসি বসিব বিশ্ব গ্রন্থাগারে
সেদিন ডাকিস মোরে
প্রসন্ন চিত্তে দিব সাড়া
আসি বসিব বিশ্ব গ্রন্থাগারে