তখনো সূর্য ওঠেনি, পুবের আকাশ ঈষৎ লাল
ঢেউয়ের গর্জন, পাখির ডাক, ভোরের বাতাস
আর দূর শেষ না হওয়া দিগন্তরেখা
গতরাতে ছিলাম সংসারের জটিল দঁকে, সেখানেও একা
লড়ছিলাম নিজেরই হাতে তৈরি নানান ছায়ার সাথে
ওরা আমারই হাতে বোনা ফাঁস -
ভালোবাসার ছদ্মবেশে মাকড়সার জাল যত!
মনের মধ্যে চলছিল মাছ বাজারের কোলাহল
হিসাব মিলছে না একরত্তি
এক হাতের মুঠো বন্ধ করে
প্রাণপণ চাইছি আরেকটা হাতে মুঠো খুলে দিতে
বুকের মধ্যে কাদের ফিসফিস ষড়যন্ত্র
নিজের কানে নিজের গলার আওয়াজে কুমন্ত্রণা
সব মিলিয়ে গেল এক নিমেষেই, এই মুহুর্তটায়
সামনে শুধুই নীল নীল আর নীল
আমি ডুবে গেছে নীলে জলে দিগন্তে একাকার হয়ে
তথাগত এসে দাঁড়ালেন হৃদয়ের প্রান্তে একা
তাঁর স্মিত আননে পড়ল তরুণ অরুণের জ্যোতিঃ,
নত হয়ে এল আমার ক্ষুব্ধ পীড়িত হৃদয়,
করুণ বাণীর স্পর্শ এলো প্রাণে,
বললেন, এই সত্য ধর্ম
অন্তঃস্থল রেখো -
ক্ষোভ, লোভ, শোকহীন শান্ত
শুদ্ধ