Skip to main content

    একদিন তোমার হাত ভীষণ শক্ত হবে
   এমন শক্ত হবে 
তুমি কম্পিত প্রদীপকে আড়াল করে বলবে - থামো!
       প্রদীপ স্থির হবে

ঝড়ের দিকে পিঠ করে বলবে - দাঁড়াও!
         ঝড় দাঁড়িয়ে থাকবে

পূবাকাশের দিকে চেয়ে বলবে - এসো!
         পূবাকাশ রক্তিম হবে

আসলে সেদিন তুমি জেনে গেছো
    ভোরের পাখি বনের শাখে না
     তোমার বুকের কোণাতেও ডেকে গেছে
  খাঁচার সাথে অসীম আকাশের দ্বন্দ্বও গেছে ঘুচে

     তুমি তোমার মধ্যে ছুঁতে পারছো সে নীলকে
           যে নীলপদ্মের খোঁজে পথিক যাত্রা শুরু করেছে অনন্তকাল ধরে

Category