সৌরভ ভট্টাচার্য
3 March 2015
বাচ্চা মেয়েটার রজনীগন্ধার গন্ধে
গা গুলিয়ে আসছিল
ফুটপাতে সে মায়ের সাথে বসে
পিছনে বেচছে রজনীগন্ধা মালা
সন্ধ্যেবেলা
লোকেরা সব কিনছে বেছে বেছে
সারাদিন যার ভাত পড়েনি পেটে
রজনীগন্ধায় গা গুলায় তার
সাদা ভাতের দানা ভাসে চোখে
রজনীগন্ধার রঙ লেগে তার ঠোঁটে
তার ক্ষুধা জ্বালা উদাস দুটো চোখ
সারাদিনের শেষে
আমার ভাতের থালায় আড়ি পেতেছে
তাকিয়ে আছে করুণ নির্নিমেষে