সৌরভ ভট্টাচার্য
21 March 2015
লোকটা খুব বিচার করত
মানুষগুলোকে চিরত
কেউ ঠিক না
খুব রেগে যায় লোকটা
কেউ খাঁটি না
সব বেটা স্বার্থপরের দল!
কথা কওয়ার লোক পাই কই বল?
ভিখারি আসলে ফিরিয়ে দেয়
সাহায্য চাইলে খেদিয়ে দেয়
সেলসম্যানকে ভেংচী দেয়
সব শালা মতলববাজের দল
সেদিন সন্ধ্যেবেলা
ওই বুড়োশিবতলা
সে আসন পেতে বসে
কাউকে দিচ্ছে জ্ঞান ঠেঁসে
হঠাৎ কি যে হল
উর্দ্ধনেত্র হল
প্রাণপাখিটা উড়ে গেল
লোকটা হঠাৎ মরে গেল
কিছু পূণ্য বোধায় ছিল
সিধা স্বর্গে গোত্তা খেল
সামনে দেখে ভগবান
তার গদগদ হল প্রাণ
বলে, তুমি তা হলে আছো!
নীচের খবর কিছু রাখো?
সেখানে কেউ আর নেই ভালো
একবার নিজেই না হয় নামো
প্রভু ফিক করে দেন হেসে
বলেন, আমিই যে নই ভালো
আমার একদিকেতে সাদা
আমার আর একদিকে কালো
তুই একটা দিকই দেখলি
তাই সুখ কিছু না বুঝলি
যদি ওপাশ ঘুরে দেখতিস
তবে ভালোও আছে বুঝতিস