সৌরভ ভট্টাচার্য
15 May 2017
আলো অন্ধকারকে প্রকাশ করলে গোল হয় না। গোল বাধে আলো অন্ধকারকে ব্যঙ্গ করলে। আলো যদি নিজেকে নিজের মধ্যে দেখতে চায়, তাকে বলে - ধাঁধা। সে ধাঁধা আলোতে অন্ধকারে বাধে না, বাধে আলোর মধ্যখানের অতিআলোকিত অস্তিত্বে।
যে সচেতন তাকে নিয়ে তাই সমস্যা নেই। সমস্যা হল যে তার সচেতনতা নিয়েই অতিসচেতন।
যে সচেতন তাকে নিয়ে তাই সমস্যা নেই। সমস্যা হল যে তার সচেতনতা নিয়েই অতিসচেতন।