সৌরভ ভট্টাচার্য
16 April 2019
ভাঁড়টা কানায় কানায় ভর্তি,
তুলতে গিয়ে গরম চা উপচে
পুড়ল ডান হাতের তর্জনী আর মধ্যমার মাথা
তুলতে গিয়ে গরম চা উপচে
পুড়ল ডান হাতের তর্জনী আর মধ্যমার মাথা
"এইটুকু ভাঁড়েই হাত পোড়ালেন?"
স্যান্ডো গেঞ্জি গায়ে কালো শরীর
সাদা মাথা মানুষটা
উনুনের ওপাশে দাঁড়িয়ে
সামনে গামলায় ফুটন্ত দুধ
তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে
পান খাওয়া ঠোঁটে বাঁকা কৌতুকহাস্য
সাদা মাথা মানুষটা
উনুনের ওপাশে দাঁড়িয়ে
সামনে গামলায় ফুটন্ত দুধ
তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে
পান খাওয়া ঠোঁটে বাঁকা কৌতুকহাস্য
তাচ্ছিল্যে নয়, ব্যঙ্গে নয়
মনে করিয়ে দিল
উনুনের পাশে শুধু আমি না
তুমিও দাঁড়িয়ে
মনে করিয়ে দিল
উনুনের পাশে শুধু আমি না
তুমিও দাঁড়িয়ে
সাবধানী হও