Skip to main content
 
       সত্যিটা মানুষ আপনিই জেনে যায়। যদি চেষ্টা করে জানতে চায়, তবে সত্যের চাইতে চেষ্টাটার দাম চায় বেশি। ব্যস... যেই তিমিরে কি সেই তিমিরে...
 
       কি করে মনে হল? এই যেমন যারা অসামান্য একটা বুনোফুল আচমকা দেখতে পেয়ে নিজের অজান্তেই মুগ্ধ হয়ে যায়, সে আনন্দ সাবলীল। আর যারা গাড়িঘোড়া চড়ে অমুকের বাগানে তমুক ফুল, বা অমুক সিজনে অমুক জায়গায় তমুক ফুল দেখতে যায়...তারা তাদের আমোদ চাওয়ার আবদার আর মেটাতে পারে না... বলে অমুকের বাগানের থেকে তমুকের বাগানের ফুল বেশ, কিম্বা এই বছরের চাইতে সেই বছরের ফুল ছিল বেশি ঘন...
 
       আসলে তারা এত কষ্ট করে আসার চেষ্টাটার দাম চাইছে.... ফুলেরা সেকি আর জানে!