সৌরভ ভট্টাচার্য
26 May 2016
আমি তোমায় নিয়ে ভাবি না
আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তোমায় নিয়ে আমার কোনো রঙীন কল্পনাও নেই
কারণ আমি তোমাকে,
আমার থেকে আলাদা করতে পারি না
আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তোমায় নিয়ে আমার কোনো রঙীন কল্পনাও নেই
কারণ আমি তোমাকে,
আমার থেকে আলাদা করতে পারি না
প্রতিটা শব্দ শ্বাসবায়ুর জোরেই
উচ্চারিত হয়
হয়তো শব্দরাও তা ভুলে যায় কখনো কখনো
শ্বাসবায়ুর অভাবে শব্দরা শুধু শব
সব স্বপ্ন কল্পনা ভাবনা মৃতদেহের স্তূপ
হয়তো শব্দরাও তা ভুলে যায় কখনো কখনো
শ্বাসবায়ুর অভাবে শব্দরা শুধু শব
সব স্বপ্ন কল্পনা ভাবনা মৃতদেহের স্তূপ
তুমি না থাকলে আমিও