সৌরভ ভট্টাচার্য
15 April 2016
ফুল রাত্তিরের বুকে মাথা রেখে শুয়েছিল। বাতাস এসে বলল, গন্ধ? ফুল বলল, নিয়ে যাও।
ফুল রাত্তিরের মুখের দিকে তাকিয়ে বসেছিল। পতঙ্গ এসে বলল, মধু? ফুল বলল, নিয়ে যাও।
ফুলের নিঃস্ব বুকে রাত্তির চুমু খেল। বলল, সব দিলি কেন বোকা!
ফুল বলল, তোমার এই একটা চুমুর জন্য, আমার নিজেকে নিঃস্ব করা বুকে।
(ছবিঃ সুমন)