Skip to main content
৭ই পৌষ

সেদিন এক বালক বিশ্ববিদ্যালয়ের পাঠ নিয়েছিল
       এই মাটিতে আজকের দিনে, কিছু সূর্যোদয় আগে
বিশ্বের প্রতিটা অণু- পরমাণুতে লাগল দোলা
               প্রতিটা আন্দোলনে জাগল ছন্দ
আদিকবি আসন পাতলেন মাটিতে। ইচ্ছা করলেন -
তাঁর সৃষ্টির অতলস্পর্শী সুধাকে করবেন স্পর্শ
   আস্বাদন করবেন মানব হৃদয়ের সুক্ষ্মতম তন্ত্রীর সুর
শুরু হল মন্থন। কবির কলম পুনরাবিষ্কার করল অমৃত ভাণ্ড।
যুগে যুগে, কালে কালে
বিশ্ববাসীর জন্য খুলে দেওয়াল হল তোরণ
    ধ্বনিত হল প্রার্থনা -
"শুনেছে তোমার নাম অনাথ আতুরজন
এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন"

(যে উৎসবের প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, 'উৎসব তো আমরা রচনা করতে পারি নে, যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি।' আজ সেই ৭ই পৌষ, পৌষমেলার প্রাণকেন্দ্র, মহর্ষির দীক্ষার দিন।
শ্রদ্ধেয় Samiran দা'র হাত ধরে আমারও প্রণাম পৌছালাম উৎসব মুখর শান্তিনিকেতন প্রাঙ্গণে। পূর্ব ছবিগুলোর ন্যায় এক্ষেত্রেও ছবি-লেখার কারিগরি মেলবন্ধন উনি করে দিয়েছেন। )

Category