সৌরভ ভট্টাচার্য
21 December 2014
নিজের ভালবাসাকে শ্রদ্ধা করো
সারা জগৎ তোমায় ঘিরে মাথা নীচু করে দাঁড়াবে
নিজের হাত ধরো নিজেই
সারা জগতে খুঁজতে হবে না কাউকে
কান্নাগুলো রাখো আকাশের বুকে
সারা জগতে ঘোরো হাসিমুখে
যেন কিছুই হয় নি তো কখনো
নিজের স্বপ্নগুলো নিজেই আঁকো ইজেলে,
রঙ না থাকলে হোক সাদা কালোই,
তবু আঁকো-
সারা জগতে একটা নদী পাবে যে তোমায় সাগরে নিয়ে যাবেই