Skip to main content


নিজের ভালবাসাকে শ্রদ্ধা করো
সারা জগৎ তোমায় ঘিরে মাথা নীচু করে দাঁড়াবে 


নিজের হাত ধরো নিজেই
সারা জগতে খুঁজতে হবে না কাউকে


কান্নাগুলো রাখো আকাশের বুকে
সারা জগতে ঘোরো হাসিমুখে
যেন কিছুই হয় নি তো কখনো


নিজের স্বপ্নগুলো নিজেই আঁকো ইজেলে,
রঙ না থাকলে হোক সাদা কালোই,
তবু আঁকো-
সারা জগতে একটা নদী পাবে যে তোমায় সাগরে নিয়ে যাবেই

Category