সৌরভ ভট্টাচার্য
9 June 2017
মাথার ভিতর ড্রেসিংরুম
সাজঘর
যারা সেজেগুজে বেরোয়
তারা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ি ফেরে
অনেক রাত অবধি রঙ তুলে
পাশের মানুষ খোঁজে হাতড়িয়ে
হাতড়াতে হাতড়াতে আঙুলটা নাকের কাছে আনে
রঙের গন্ধ কি?
বাদুড়ের মত প্রেম ওড়ে শরীরের তলদেশ ফুঁড়ে
ভোর হয়
আবার সাজঘর খোলে