সৌরভ ভট্টাচার্য
23 May 2016
তোর বাসনায়
জাগা সংসারে
তোর সাধনায় জাগা অন্তরে
রাত্রি যেমন দিনের বুকে
মিলিয়ে থাকে গোপন সুখে
তেমনি চলিস সবার সাথে
নামের মালা আড়াল রেখে
নামের গন্ধে হৃদয়পুর
নীরব গানে গভীর সুর
চলতে চলতে সুধার স্বাদ
লাগবে যদি সাচ্চা চাস
দিনের বুকে রাতের চাঁদ
দেখবি যেদিন মিটবে আশ
তোর সাধনায় জাগা অন্তরে
রাত্রি যেমন দিনের বুকে
মিলিয়ে থাকে গোপন সুখে
তেমনি চলিস সবার সাথে
নামের মালা আড়াল রেখে
নামের গন্ধে হৃদয়পুর
নীরব গানে গভীর সুর
চলতে চলতে সুধার স্বাদ
লাগবে যদি সাচ্চা চাস
দিনের বুকে রাতের চাঁদ
দেখবি যেদিন মিটবে আশ