সৌরভ ভট্টাচার্য
8 June 2014
প্রেম খুঁজে পেল আমায়।
শরীরকে স্পর্শ করে হল উত্তেজিত।
বললাম, আরো এস।
মনকে ছুঁয়ে হল পাগল।
বললাম, আরো এস।
আমার আত্মাকে ছুঁয়ে হল শান্ত।
দুজনেই নীরব সেই থেকে।
এখন প্রেম মাঝসমুদ্রের মত স্থির।
এখন ও জানে, না তাকিয়েও যায় দেখা।
বিনা কথায়ও যায় হৃদয় গহীনে ডোবা।
বলল, চিরটাকাল আছি পাশাপাশি
সবুজ মাঠ আর নীল আকাশের মত -
তার চরম উপলব্ধি।
শরীরকে স্পর্শ করে হল উত্তেজিত।
বললাম, আরো এস।
মনকে ছুঁয়ে হল পাগল।
বললাম, আরো এস।
আমার আত্মাকে ছুঁয়ে হল শান্ত।
দুজনেই নীরব সেই থেকে।
এখন প্রেম মাঝসমুদ্রের মত স্থির।
এখন ও জানে, না তাকিয়েও যায় দেখা।
বিনা কথায়ও যায় হৃদয় গহীনে ডোবা।
বলল, চিরটাকাল আছি পাশাপাশি
সবুজ মাঠ আর নীল আকাশের মত -
তার চরম উপলব্ধি।