Skip to main content
 
এ যেন রুমাল চোর খেলা চলছে
তুমি আমি সবাই সতর্ক
    রাতদিন দিনরাত
আড়চোখে, খোলাচোখে, বন্ধচোখে
সব সময় সতর্ক থাকতে থাকতে
নিজের উপর,
অন্যের উপর নজরদারি রাখতে রাখতে
   'সব সামলে নেব' ভাব নিয়ে
বারবার সদর দরজাটা সজোরে এঁটে দিতে দিতে
যারা খেলায় হেরে গেল
    চলে গেল একেবারে
  তাদের সর্বাবৃত অবয়বগুলো ভাবতে ভাবতে
অদৃশ্য কাউকে জিজ্ঞাসা করছি
  "হ্যাঁ গো, এ খেলাটা শেষ হবে কবে?"

Category