Skip to main content

sourav

ন্যাড়া, তোমার রঙ মেখে কী সুখ?

ন্যাড়া বলল, "আর বলো কেন। ফেরার পথে বসন্ত বলল, ওহে ন্যাড়া, মাখবে নাকি রঙ? ঝুলিতে আছে যা অবশিষ্ট, তাই দিয়ে যাই ঝেড়েঝুড়ে। আছে অবিশ্যি এই দেখো, এই এতটুক।

আমি বললাম, যা পাই, তাই-ই নিয়ে নিই ভাই, তর্কে আর দরাদরিতে কোনোদিন নেই জুত। ওইটুকুই দাও। থাক না হয় আমার অবশিষ্টের সুখ।"