সৌরভ ভট্টাচার্য
17 November 2014
তুমি আজকাল রঙ আনোনা সাথে করে?
আগে তোমার চলতে ফিরতে কত রঙ ছলকাতো চারিপাশে,
আমি কুড়িয়ে কুড়িয়ে রাখতাম
অনেক জমেছে তোমার ছলকানো রঙ
আমার হৃৎকন্দরে
তোমার চাই?
ফিরিয়ে দেব তোমার ছলাকানো রঙ
আমার দুহাত ভরে তোমাকেই, নেবে?
শুধু সাথে নিও আমায়
না হলে নিঃস্ব হব আমি কিসের জোরে!
আগে তোমার চলতে ফিরতে কত রঙ ছলকাতো চারিপাশে,
আমি কুড়িয়ে কুড়িয়ে রাখতাম
অনেক জমেছে তোমার ছলকানো রঙ
আমার হৃৎকন্দরে
তোমার চাই?
ফিরিয়ে দেব তোমার ছলাকানো রঙ
আমার দুহাত ভরে তোমাকেই, নেবে?
শুধু সাথে নিও আমায়
না হলে নিঃস্ব হব আমি কিসের জোরে!