সৌরভ ভট্টাচার্য
7 January 2019
এভাবেও একটা সিনেমা বানানো যায়। শুনতে খুব বাড়াবাড়ি লাগলেও মনে হল বোধবুদ্ধি হওয়ার পর 'পথের পাঁচালি' দেখে যে অনুভব হয়েছিল, এ যেন তেমনই।
গল্পটা বললাম না। সেতো উইকিপিডিয়াই আছে। সিনেমাটার মূল চরিত্র 'মাত্রা' - সময়ের, আবেগের। পরিচালক যেন এমন একটা মালা গাঁথছেন যার প্রতিটা পুঁতি-ই অতি সাধারণ, কিন্তু কার পর কোন পুঁতি সাজালে সে মালা অতি সাধারণ হয়েও একটা অসামান্য একটা সৃষ্টি হয়ে উঠতে পারে - এ সিনেমা তার উদাহরণ।
যা বাস্তব, তাকে বাস্তব হিসাবেই স্বীকার করার মধ্যে সততা নিশ্চয় আছে, কিন্তু সে ভীরুর নিরুপায় আত্মসমর্পণ, যদি না সেই বাস্তবের মধ্যে থেকে বেঁচে থাকার জীবনের গল্পকে খুঁজে আনা যায়। ঋত্বিক ঘটক নাকি বলতেন, মানুষেরা অন্ধকার প্রেক্ষাগৃহ থেকে শুধুই অন্ধকার নিয়ে না যেন ফেরে। 'রোমা' তে শুধু দহন নেই, আলোও আছে।