সৌরভ ভট্টাচার্য
8 January 2020
যে ধূর্ত মানুষটা চারদিক অন্ধকার করে, পা টিপে টিপে, পরিচারিকার গায়ে দেওয়া কম্বলের ওয়াড়টার মধ্যে পাতলা কাঁথা ভরে দিতে চায়, সে জানে না, রাতের হাড়কাঁপা শীত পরিচারিকাকে জানিয়ে দেবে চেনা ওয়াড়ের মধ্যে অচেনা কাঁথা, যা এই ভীষণ শীতে অযোগ্য। সত্য এমনই প্রবল, নিষ্ঠুর, যাকে মিথ্যা ওয়াড়ে ঢাকা যায় না।
রক্তের ছাপ না রঙ? সময় উত্তর দেবে। মিথ্যার মুখাগ্নি করে সত্য গঙ্গাস্নান সেরে সময়ের হাত ধরে মহাকাশের নীচে এসে দাঁড়াবে। দুর্ভাগ্য, তখন তুমি নেই। শিক্ষাঙ্গনে তখন নতুন আগুন। তোমার মত কেউ স্ফুলিঙ্গের ভয়ে সে আগুনকে বলছে - মরিচীকা।
মিথ্যাকে ওয়াড়েই কেনাবেচা যায়, হৃদয় তো সত্যাভিসারী।