কবিতা লিখব? পারছি না যে
বুক কামড়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা
পূজাবার্ষিকী দোকানেই থাক
ঘর বার শুধু লক্ষ লক্ষ রোহিঙ্গা
কান্না পাচ্ছে, মাথার মধ্যে গুলিয়ে দিচ্ছে
কূটনীতি থেকে তথ্যপ্রমাণ ধুলিঝড় শুধু ধুলিঝড়
চোখেতে ভাসছে গলাকাটা শিশু
আল্লাহ মালিক, রাম প্রভু, দয়াল পিতা
কই গেল সব!
বুকের তন্ত্রী ছিঁড়ে ঝুলছে রোহিঙ্গা!
কার কত দায়, কিসেতে কি হত
খুঁজেই চলেছি। ইউনিস বলো
আন্নান বলো, নেতা, বিদগ্ধ যার তার কথা সবই শুনছি
বৌদ্ধের হাত রক্তাক্ত বিষে
তাও দেখছি
বুঝছি না কিছু, বুঝছিও কিছু
গলার কাছে দলা পাকানো রোহিঙ্গা
লক্ষ লক্ষ ধর্ষিতা মেয়ে, মরে বেঁচে থাকা
মরে পড়ে থাকা রোহিঙ্গা
আদার ব্যাপারী কি হবে ভেবে?
এই তো ভাবছ?
আমিও ভাবছি। তবু পারছি না।
চোখ মেললেই লক্ষ যোজন সামনে দেখছি
সারাদিন শুধু গা বমি, গা বমি
রক্তে ক্লেদে মৃত নরনারী
ভাবনা চিন্তার পথ আটকিয়ে রোহিঙ্গা