সৌরভ ভট্টাচার্য 26 September 2015 চোখের কোল কালো ছিল কাজলে চোখের কালো মণি চোখের জলকে বলল, ছুঁয়ে আয় ওকে বেয়ে পড়ুক সে দু-গালে। দু-গালেতে কালো জলের দাগ মুখ হল সাজসজ্জাহীন বুকের ব্যাথা চোখকে বলল কিসে শুধাব গো এ ঋণ? Category কবিতা Log in or register to post comments5 views