সৌরভ ভট্টাচার্য
3 July 2014
মনে রেখো, তুমি রেসের ঘোড়া।
তোমার থামতে নেই।
যুদ্ধের নও, দূতের নও,
কোন শৌখিন মালিকেরও নও,
তুমি রেসের ঘোড়া।
তোমার পিছনে অনেক টাকা, অনেক পরিশ্রম।
দৌড়াও দৌড়াও, মুখে রক্ত তুলে দৌড়াও-
আরো হাততালি পাবে, আরো যত্ন পাবে
যতদিন পারবে দৌড়াতে ততদিনই।
ভাবছ শুধু দৌড়ালেই হবে? না।
শুধু দৌড়ালেই হবে না, সবার আগে থাকতে হবে।
তবে তুমি মহিমাময়, বিজেতা।
তোমার মালিক তোমায় চুমু খাবে
তোমার সাথে হাঁটতে বেরোবে গর্বে।
আর যদি না পারো?
তোমার মালিকই তোমায় নিয়ে যাবে, মৃত্যুর শীতল ঘরে,
তোমায় চিরঘুম পাড়াতে।
সে মালিক যে কেউ হতে পারে,
মনে রেখো- যে কেউ,
এমন কি যাকে ভাবতেও পারো না
যে সে তোমাকে বাজি ধরতে পারে- সেও,
হতে পারো তুমি নিজেও,
মনে রেখো।
ছবিঃ অরিজিৎ দাস (হ্যারি)