সৌরভ ভট্টাচার্য 31 December 2014 কোনো দেবালয় না, কোনো মন্ত্র না আমাকে শুদ্ধ করেছে তোমার ভালবাসা তোমার নির্মোহ বিশ্বাস আমার উপ তোমার চুম্বনে আমার মনের কলঙ্ক গেছে ধুয়ে তোমার আলিঙ্গনে সর্বাঙ্গ পবিত্র আমার আজ এত ভালবাসার ক্ষমতা তুমি পেলে কোথায়? Category উপপত্র Log in or register to post comments1 view