Skip to main content
কালো মেঘ যতই ঘটা করে আসুক,
সবার শেষে তাকেও ফিরিয়ে দিয়ে
যেতে হয় নীলকে আকাশের বুকে,
না হলে তারও নেই ছুটি।