Skip to main content


আমার বাড়ি থেকে মিনিট তিনেকের হাঁটাপথেই দু'জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। না, তাতে ভয় পাওয়ার মত কিছু অনুভব করছি না। কারণ এটা হওয়ারই আছে। সারা বিশ্ব তথা ভারত তথা বঙ্গ থেকে তো আর বিচ্ছিন্ন নই আমরা, সুতরাং এ স্বাভাবিক। তাই এই ঘটনাতে সতর্ক হয়েছি, কিন্তু অসহ্য হইনি। কিন্তু খানিক আগে যা ঘটল, রীতিমতো বিচলিত বোধ করছি। আমার পার্শ্ববর্তী শহর থেকে, আমার প্রাক্তন ছাত্রের বাবা তার জাঁদরেল কণ্ঠে ফোন করলেন...
- হ্যলো... কে সৌরভ স্যার বলছেন তো... মানে বায়োলজি পড়াতেন তো..
- হুম, বলুন...
- আমি অমুকের বাবা... আরে অমুক.. চিনতে পেরেছেন... অমুক সালের এইচ এস, তমুক স্কুল....
- হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি..কেমন আছেন?...
- ভালো... তা আপনাদের ওদিকটা তো রেডলাইট এরিয়া হয়ে গেল এখন?
- অ্যাঁ মানে না, মানে হ্যাঁ... রেডজোন তো একরকম বলাই যায়....
(পাত্তাই দিলেন না... নেটওয়ার্কের জন্য শুনলেন না, নাকি অন্য কোনো কারণ বুঝলাম না... তিনি বলে গেলেন..)
....যা হোক, এখন তো ইনফেক্টেড বাড়িটাই শুধু রেডলাইট মার্ক করে দিচ্ছে, আগে যেমন পুরো পাড়া আটকে দিত এখন তো তা নয়, চলাফেরায় অসুবিধা হবে না.. যা হোক... রাখি... ভালো থাকবেন....
এরপরও ভালো থাকতে হবে নাকি!! যা হোক.... ভাবই আসল... ভাষায় আর কি আসে যায়.... কি বলুন!