সৌরভ ভট্টাচার্য
16 February 2016
রাত ফুরালো
তারারা ফিরে গেল নিঃশব্দে
রাস্তার আলোগুলো
রাতের মহাকাব্যের উপসংহার
আলোগুলো নিভে যাবে
বুকে করে নিয়ে যাবে
নিশীথের সবটুকু রহস্য মিলিয়ে
ঈষৎ স্পর্শ রেখে ছায়া উপচ্ছায়ায়
তার কিছু কথা শিশির জানবে
আর জানবে কোনো নিঃসঙ্গ হৃদয়
( Debasish এর তোলা এই অসাধারণ ছবিটাই এ লেখার প্রেরণা)