Skip to main content


কোথা চলিতে চাও প্রভু?
শুধালো না কেহ
শুধু চলিল রথ উন্মত্ত ভক্ত উচ্ছ্বাস ভেদি
    নীরব জগন্নাথেরে লয়ে

উন্মাদ ভকত এক
   ছিন্নবাস পরি, আছিল শয়নে পথের পরে
উচ্চ কোলাহল শুনি, তার নিদ্রা গেল ছুটে
   জাগি উঠে চারদিকে চাহি শুধায় কীর্তনমত্ত এক ভকতেরে?
      কি হইয়াছে নগরে, আগুন লাগিয়াছে বুঝি
         অথবা সাগর আসি গ্রাসিয়াছে সমগ্র নগরী?

তিরস্কার করে ভক্ত, রে মূঢ়! আজি রথযাত্রা
    জানিবি কেমনে জড়বুদ্ধি জনমাবধি
    ধিক তোর জনম, তোর পিতামাতারে

পাগল হাসিয়া কহে, বৃথা গালি দাও মোরে
    দেবালয় শূন্য করি, যারে আনিয়াছ পথে
        সে কেবলই ফাঁকি, বুঝিবে কেমনে?
আপন চক্ষু মুদি, বিধাতারে দিয়াছ কাষ্ঠমুরতি
    যেদিন খুলিবে আঁখি, দেখিবে
    যাহার রথের লবমাত্র ধুলায় বিশ্বচরাচর ঢাকে
      তাহার রথের রশি চাহ নিতে নিজ হাতে? 
চিত্ত মেলি দাও, সে রথের চাকার ধ্বনি পশিবে রুধির স্রোতে
   পাইবে মুক্তি সহস্র নরনারী সাথে এ বিশ্বলোকে 
      ভুলি হীনতা আপনার

Category