Skip to main content


রক্তকে যুক্তি বানালে
মিথ্যাচারকে যুক্তি বানালে
শোষণ অত্যাচারকে যুক্তি বানালে

যুক্তির সাথে যুক্তি লড়িয়ে 
                  স্বস্তি পাও 
অনায়াসে জিতে যাও

তারপর গরম মাথাটাকে 
   নরম বালিশে রেখে
      অহংমুগ্ধ হৃদয়কে 
         ঘুমে ডুবিয়ে 
            সকালকে বলো
               "আজ কে জিতবে?"
 

Category