Skip to main content


পরিযায়ী পাখির কবিতা,
    না খাঁচার শিকলের সমঝোতা?

ভাবতে ভাবতে আল ধরে হাঁটছি 
    দাঁড়িয়ে গেলাম 
দুটো ঘরের মাটির বাড়ি, 
        এইটুকু বারান্দা সামনে 
            সে বাড়িতে ঢুকতে এমন বাগান?

বললাম, এ সব ফুল কি বিক্রী করো হাটে?

বউটা হেসে বলল, সব না, কিছু রেখে দিই

  তাই তো, ওর খোঁপার দিকে তাকাইনি আগে

বলল, দেব কিছু ফুল?

অপ্রস্তুত হাসলাম, 
   বললাম, না।
ভাবলাম - 
রাখব কোথায়?
 

Category