সৌরভ ভট্টাচার্য
20 January 2018
তুমি রজঃস্বলা। তুমি ঠাকুরঘরে যেয়ো না। তুমি কোনো পবিত্র কাজ কোরো না। তুমি অপবিত্র। তুমি অশুচি।
এর বিরুদ্ধে একজন গর্জিয়েছিলেন। বহু আগে। আমি ঋতুচক্রের উপর বিভিন্ন ধর্মের মনোভাব পড়ছিলাম। ক্রিশ্চিয়ানিটি, হিন্দুধর্ম, ইসলাম সবার মতে অশুচি। চমকে উঠলাম গুরুনানকের দৃষ্টিভঙ্গি পড়ে। অনুগ্রহ করে পড়ুন। আর এই প্রথাটা ভাঙতে শুরু করুন আজ থেকেই। নিজের বাড়ির চার দেওয়ালের মধ্যে অন্ধকার জমতে না দিলে বাইরেও জমতে পারবে না।
"In Sikhism, woman is given equal status to man and is regarded as pure as man is. The Sikh gurus teach that one cannot be pure by washing his body but purity of mind is the real pureness. They are not called pure, who sit down after merely washing their bodies.[10] Guru Nānak, the founder of Sikhism, condemned the practice of treating women as impure while menstruating.[citation needed]
In Sikhism, the menstrual cycle is not considered a pollutant. Certainly, it can have a physical and physiological effect on the woman. Nonetheless, this is not considered a hindrance to her wanting to pray or accomplish her religious duties fully. The Guru makes it very clear that the menstrual cycle is a God-given process. The blood of a woman is required for the creation of any human being.[11] The requirement of the mother's blood is fundamental for life. Thus, the menstrual cycle is certainly an essential and God-given biological process. In other faiths blood is considered a pollutant. However, the Guru rejects such ideas. Those who are impure from within are the truly impure ones." ( Wikipedia থেকে)।