Skip to main content

রেনকোটটা সুদীপ নিজেই বার করে সুশান্তকে দিয়েছিল। সুশান্ত বেরোতে যাবে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামল। সন্ধ্যে থেকে বোঝাই যায়নি যে আকাশে এমন মেঘের জট পাকিয়েছে। তখন কটা হবে, দশটা, সাড়ে দশটা হবে। সুশান্ত বাইক নিয়ে সুদীপের রেনকোট গায়ে দিয়ে বেরিয়ে গেল। ওর আজ নাইটশিফট, যেতেই হবে। নইলে থেকেই যেত। ও রেনকোটটা নিতে একটু ইতস্ততও করছিল। আর না হোক বার ছয়েক জিজ্ঞাসা করেছে, "তোর লাগবে না তো....ভালো করে ভেবে বল...."

      রাত সাড়ে বারোটা। সুদীপ আলো নিভিয়ে শুতে যাবে, হঠাৎ খেয়াল করল সোফার পাশে জল পড়ে। জল কে ফেলল?

      সোফার কাছে গিয়ে দেখে রেনকোটটা সোফার পিছনে টেবিলে রাখা। ভিজে চাপচাপ। চুঁইয়ে চুঁইয়ে জল গড়াচ্ছে ওটার গা থেকে মেঝেতে।

      কি হচ্ছে কিছুই বুঝল না। সুশান্তকে ফোন করল, নেটওয়ার্ক কভারেজের বাইরে বলল। মাথাটা কাজ করছে না। ফোন রাখতে গিয়ে দেখে ফোনে একটা মেসেজ...

      "রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে রে। হেলমেটটা মাথায় ছিল না ভাই.... যাক গে, রেনকোটটা দিয়ে গেলাম। ভালো থাকিস।"