Skip to main content
 
 
 
 
 
 
চকচক করত। রোদের আলো ঠিকরে পড়ত গায়ে। মনে হত মুক্ত। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় তীক্ষ্ম দ্যুতি। চলন্ত ট্রেনের জানলায় বসে দেখা, চাঁদ চলেছে পাশের লাইন ধরে, আলোর ঝলক নিয়ে।
 
এখন জং ধরেছে। ট্রেন সারাদিনে মাত্র কটি হাতে গোনা। রেললাইনেরও মন খারাপ। বিষাদ জড়ালো সারা শরীর জুড়ে। বুক পেতে শুয়ে আছে দিগন্তে গিয়ে মিশে, কিন্তু মেঘলা আকাশের ছায়া পড়েনি বুকে। (কল্যাণী আর মদনপুরের মধ্যে)