হঠাৎ তিনি এমন গেলেন ক্ষেপে
যদিও ক্ষেপার কারণ ছিল মস্ত
যেন পাগলা হাতি ঢুকেছে জঙ্গলে
গাছপালা সব হয়ে আছে তটস্থ
রাগলে বাড়ে রক্তচাপ মেলা
অ্যাড্রিনালিন হরমোন বলে, হুররে
বুদ্ধিবিবেক হঠাৎ লোডশেডিং
চিত্ত বলে, ওরে কে কোথা আছিস রে!
ফোঁস ফোঁস ফুলে ঘরময় পায়চারি
চাপা রাগের ঝক্কি অনেক ভারি
এর চাইতে দিলে মন খুলে কটা গালি
প্রাণ জুড়িয়ে ফের করে নেয় কোলাকুলি
কিন্তু রাগে কে শোনে কার কথা
খালি বলে আমার আগুন হল মাথা
জগত জোড়া স্বাত্থোপরের দল
বুঝসুঝ নেই, দশদিশি হলাহল!
সুবুদ্ধি বলে ও দাদাভাই শোনো
ক্ষেপে উঠলে নিস্তার নেই কোনো
ধৈরজ মানো, ধৈরজ ধরো দাদা
শুকনো হলেই ঝুরঝুরে হবে কাদা
তখন সে যে আপনি যাবে ঝরে
এখন তুমি বসো তো চুপটি করে
কান মাথা চোখ - সবকে বলো - স্ট্যাচু!
মনে মনে বলো সব ব্যাটা পোড়া কচু
সব বেটা নুলো হুঁকো হ্যাংলার দল
সব বেটা ছুঁচো হেঁজিপেঁজি খলবল
কারো সাথে তবে কথা নেই আর কোনো
যা যা তোরা সব বদবুদ্ধি ঝুনো
এই দেখো দাদা হল না প্রাণটা শান্ত?
দিয়ে কটা গালি হল না মনটা ক্ষান্ত?
এসো এইবার বলো দেখি প্রাণ থেকে
কেটে গেছে মেঘ বারকয় হেঁকে ডেকে